ওসমানীনগরে ব্র্যাকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ৩০, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন



ওসমানীনগরে ব্র্যাকের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুণরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনূল হক চৌধুরী। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা চৌধুরী, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) মাকসুদুল আমীন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট জেলা কর্ডিনেটর রফিকুল ইসলামের পরিচালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার উপ-সহকারি প্রকৌশলী আলমগীর রেজা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা রবীন্দ্র সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, ব্র্যাকের পার্টনারশিপ স্টেনদেনিং ইউনিটের সিলেট ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিলেট জেলা সমন্বয়কারী রুবেল আহমদ প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, অতি লোভে পড়ে মানুষ অনিয়মিত ভাবে বিদেশ যায়। কিন্তু খোঁজ-খবর নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করে বিদেশ গেলে ঝুঁকিতে পড়তে হয় না। করোনাকালে অনেকে চাকুরী ফিরিয়ে দেশে চলে এসেছেন। ব্র্যাক প্রবাস যাত্রী ও প্রবাস ফেরতদের জন্য কাজ করছে। প্রবাস যেতে ইচ্ছুকদের স্ব স্ব বিষয়ে প্রশিক্ষণ ও প্রবাস ফেরতদের পুণরায় স্বনির্ভর করতে ব্র্যাক ভূমিকা রাখছে। বক্তারা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচীকে ধন্যবাদ জানান।


ইউ ডি/বি এন-০৬