জৈন্তাপুরে ১৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী সহ নৌকা আটক

জৈন্তাপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ৩০, ২০২১
০৮:১০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
০৮:১১ অপরাহ্ন



জৈন্তাপুরে ১৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী সহ নৌকা আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলা ৪৮বিজিবি’র শ্রীপুর ক্যাম্প বিশেষ অভিযানে পরিচালনা করে শ্রীপুর রাংপানি নদী থেকে ভারতীয় ১৮ লাখ টাকা মূল্যের ১০ কার্টন প্রসাধনী সহ নৌকা আটক করেছে বিজিবি। 

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকার রাংপানি নদীর মাহবুব মোল্লার সো-মিলের ঘাট থেকে অভিযান পরিচালনা করে ১০ কার্টন ভারতীয় প্রসাধনী সহ নৌকা আটক করতে সক্ষম হয় ৪৮ বিজিবি’র শ্রীপুর ক্যাম্প। 

এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। চক্রটি উপজেলার বিভিন্ন নদী পথ ব্যবহার করে চোরাচালান ব্যবসা পরিচালনা করে আসছে এমন তথ্যের ভিত্তিত্বে বিজিবি স্থল পথের পাশাপাশি নিয়মিত নদী পথে নজরদারি বাড়ায়। 

৪৮ বিজিবি’র শ্রীপুর ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ইব্রাহীম বলেন, দীর্ঘদিন থেকে আমাদের কাছে তথ্য রয়েছে চোরাকারবারী চক্র স্থল পথের পাশাপাশি নদীপথ ব্যবহার করছে। নদীপথ গুলোতে টহল জোরদার করা হয়। রাংপানি নদী ব্যবহার করে চোরাই পণ্য নিয়ে যাওয়ার সময় প্রায় ১৮লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন ব্যান্ডের প্রসাধনী সামগ্রী সহ একটি নৌকা আটক করি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আর কে/বি এন-০৮