শাবি প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২১
১১:৩৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
১১:৩৪ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১ অক্টোবর)। এরই অংশ হিসেবে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের ৭টি কেন্দ্রে 'ক' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য ১২টি বাস দিচ্ছে শাবিপ্রবি প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জহির বিন আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আসা-যাওয়ার সুবিধার্থে সিলেটের বিভিন্ন সড়কে ১২টি বাস চলাচল করবে। বাসগুলো সকাল ৮টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত ক্যাম্পাস, সুবিদবাজার, আম্বরখানা, লাক্কাতুরা, মেজরটিলা, শিবগঞ্জ, শাহপরাণ, টিলাগড়, বালুচর, শাহী ঈদগাহ, নাইওরপুল, জেল রোড, জিন্দাবাজার, চৌহাট্টা, নয়াসড়ক, কদমতলী, কুমারপাড়া ও রিকাবীবাজার সড়কে চলবে। একইভাবে পরদিন শনিবার (২ অক্টোবর) 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার দিনেও বাসগুলো চলাচল করবে।
জানা গেছে, 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৩০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া আগামী শনিবার (২ অক্টোবর) 'খ' ইউনিটে ৯২১ জন, ২২ অক্টোবর (শুক্রবার) 'গ' ইউনিটে ৪২৮ জন, ২৩ অক্টোবর (শনিবার) 'ঘ' ইউনিটে ২ হাজার ১৮৩ জন এবং ৯ অক্টোবর (শনিবার) 'চ' ইউনিটে ২৬২ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
এইচএন/আরআর-০২