ওসমানীনগরে কন্যা শিশু দিবস পালন নিয়ে প্রহসন

ওসমানীনগর প্রতিনিধি


সেপ্টেম্বর ৩০, ২০২১
১১:৫০ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
১১:৫০ অপরাহ্ন



ওসমানীনগরে কন্যা শিশু দিবস পালন নিয়ে প্রহসন

সিলেটের ওসমানীনগরে জাতীয় কন্যা শিশু দিবস পালন নিয়ে খামখেয়ালিপনার অভিযোগ উঠেছে। কন্যা শিশু দিবসকে নিয়ে দায়সারা গোছের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করলেও সময়সূচির ব্যাপারে উদাসীনতার পরিচয় দিয়েছেন সংশ্লিষ্টরা। পূর্বনির্ধারিত আলোচনা সভা প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয়। দিবসটিকে ঘিরে উপজেলা হলরুমে একটি ব্যানার সাঁটানো হলেও ব্যানারটি বার বার খুলে পড়ে যাচ্ছিল। এসব দেখে অনুষ্ঠানে উপস্থিত হওয়া অতিথিরা বিস্ময় প্রকাশ করেন।

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে নির্মাণাধীন উপজেলা কমপ্লেক্সের হলরুমে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। প্রশাসনিকভাবে দাওয়াত পেয়ে যথাসময়ে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত হন। কিন্তু বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অপেক্ষা করেও অনুষ্ঠান শুরু না হওয়ায় অনেকে বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়ে আধাঘণ্টার মধ্যেই সমাপ্ত হয়। 

এদিকে, বিগত সময়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানেও এমন অব্যবস্থাপনা ধরা পড়েছিল। ওই সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিলে ওসমানীনগরে প্রজেক্টর সমস্যার কারণে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যটি শুনতে পাননি উপস্থিত ব্যক্তিগণ। এটা দেখে ওই অনুষ্ঠানে উপস্থিত হওয়া অতিথিরা ক্ষোভ প্রকাশ করেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক দায়িত্বশীল নেতা বলেন, ইদানিং বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ওসমানীনগর উপজেলা প্রশাসন দায়সারাভাবে পালন করছে। রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো নিয়ে প্রশাসনের এমন উদাসীনতা লজ্জাজনক নজির স্থাপন করেছে। 

এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম বলেন, আমি বিশ্বনাথে একটি অনুষ্ঠানে ছিলাম। অনুষ্ঠান শেষে তাড়াহুড়ো করে ওসমানীনগরে এসেছি। কিন্তু ইউএনও ম্যাডাম দেরিতে আসায় ৩টার অনুষ্ঠান সাড়ে ৪টায় শুরু হয়েছে।

ব্যানার খুলে পড়া ও অব্যবস্থাপনার ব্যাপারে তিনি বলেন, আসলে নতুন উপজেলা ভবনে এখনও সবকিছু গোছানো সম্ভব হয়নি। তাই এমনটি হয়েছে। আগামীতে আমরা তা শোধরানোর চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, কন্যা শিশু দিবসে আসার জন্য আজ পৌনে ৪টায় মহিলা বিষয়ক কর্মকর্তা আমায় ফোন দিয়েছিলেন। আমি তাকে অনুষ্ঠান শুরুর অনুমতি দিয়ে আমার একটু দেরি হবে বলে জানিয়েছি। তারপর আমি সোয়া ৪টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সভা সম্পন্ন করি।


ইউডি/আরআর-০৩