গোলাপগঞ্জে রেস্টুরেন্টকে জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০১, ২০২১
১২:০৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০১, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে রেস্টুরেন্টকে জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের ঢাকাদক্ষিণে রোডে অবস্থিত আমার বাড়ি রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়। 

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে আমার বাড়ি রেস্টুরেন্টের পরিচালক ছদরুল আলম চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবীর। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ তাকে সহযোগিতা করে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবীর বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এফএম/আরআর-০৫