নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০১, ২০২১
০২:১৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০১, ২০২১
০২:১৯ পূর্বাহ্ন
সিলেটের বিমানবন্দর এলাকার পাঠানগাঁও এলাকা থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা জানার পর পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনারের নেতৃত্বে অভিযান চালিয়ে বিমানবন্দরের ছালিরমহল গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী তাজ উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে। পরে, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১ টার দিকে অভিযান চালায় পুলিশ। এসময় তাজ উদ্দিনের ঘর থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির।
জানা যায়, কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসএমপি’র অতিরিক্ত উপকমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিমানবন্দর থানার পরিদর্শক জসিম উদ্দিনসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। অভিযানে ভিকটিম কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭ ধারায় বিমানবন্দর থানার মামলা হয়েছে; যার নম্বর-৩২, তারিখ-২৯/০৯/২০২১খ্রিস্টাব্দ।
এসএইচ/বিএ-০৭