নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০২, ২০২১
১২:৩২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন
সিলেট মিরর-এর যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থের মা শান্তনা পুরকায়স্থ আর নেই। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শান্তনা পুরকায়স্থ চার ছেলে, এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
দুপুরে নিজ বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার গহরপুরে পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তিনি মারা যান।
এসএইচ/ বিএ-০৪