বালাগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০২, ২০২১
০৪:৫৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৪:৫৫ পূর্বাহ্ন
বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গৌরীপুর-হরিশ্যাম মুজাহিদুল উলুম মাদরাসা কর্তৃপক্ষ শুক্রবার (১ অক্টোবর) বিকেলে এই সংবর্ধনা দেন।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন সাংবাদিক শামীম আহমদ, ব্যাংক কর্মকর্তা মাছুম চৌধুরী, গৌরীপুর-হরিশ্যাম মুজাহিদুল উলুম মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা ছাদ উদ্দিন, অত্র মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুর রব, মাওলানা আহসান হাবীব, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুল ওয়াহিদ, ব্যবসায়ী বদরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন, আব্দুল গফফার, ঈমাম হোসেন, রাহেল আহমদ, ফরহাদ আহমদ, আক্তার আহমদ ও ছাব্বির আহমদ।
গৌরীপুর-হরিশ্যাম মুজাহিদুল উলুম মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা ছাদ উদ্দিন বলেন, এই মাদরাসার সঙ্গে আলী হোসেনের আত্মীক সম্পর্ক রয়েছে। প্রবাসে থাকলেও তিনি সব সময় মাদরাসার খোঁজ-খবর রাখেন। দ্বীনি এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে তিনি দেশ এবং প্রবাসে থাকা সকলের সহযোগিতা কামনা করেছেন।
আরসি-০২