ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ০২, ২০২১
০৫:১৪ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৫:১৮ অপরাহ্ন
ফাইল ছবি
সিলেটের ওসমানীনগরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কা লাগলে ২ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২ অক্টোবর) ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার ঊনিশ মাইল এলাকায় এ ঘটনাটি হয়।
এতে আহত দুজন হলেন, ট্রাক চালক জৈন্তাপুর সদর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের মোস্তফা মিয়ার ছেলে নাছির উদ্দিন (৩৭) ও চালক সহকারী একই এলাকার লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে লিমন মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আগত সিলেটগামী দ্রুতগতি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-২৬০৫) ওসমানীনগর উপজেলার ঊনিশ মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে থাকা একটি গাছকে ধাক্কা দেয় । এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও তার সহকারী ট্রাকের মধ্যে আহতাবস্থায় আটকা পড়েন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি কেটে তাদের উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, আহতদের উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ইউডি/আরসি-১১