ওসমানীনগরে ২ সন্তানের জননীর আত্মহত্যা

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ০২, ২০২১
০৫:১৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৫:৩১ অপরাহ্ন



ওসমানীনগরে ২ সন্তানের জননীর আত্মহত্যা

সিলেটের ওসমানীনগরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে জলি বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১ অক্টোবর) দিবাগতরাত আনুমানিক পৌনে আটটার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জলি বেগম গোয়ালাবাজার ইউপির কচবুরাই গ্রামের আমির আহমদ স্ত্রী। এই দম্পতির ৯ বছর ও ৬ মাস বয়েসি ২টি সন্তান রয়েছে। তারা তেরহাতি এলাকায় ছয়ফুক বিবির বাসায় ভাড়াটিয়া হিসেবে বাস করছিলেন।

পুলিশ জানায়, পরিবারের অন্যরা বাইরে থাকার সুযোগে শুক্রবার রাতে জলি বেগম নিজ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে জানালার গ্রীলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ এসে জলির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, খবর পেয়ে সুরতহাল রিপোর্ট শেষে জলির লাশ উদ্ধার করে থানা নিয়ে আসি। জলি বেগমের মানসিক কিছু সমস্যা রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ইউডি/বি এন-০১