সিলেটের গোলাপগঞ্জের কাশবনে দুর্বৃত্তদের আগুন

গোলাপগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০২, ২০২১
০৬:০৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৬:২৯ অপরাহ্ন



সিলেটের গোলাপগঞ্জের কাশবনে দুর্বৃত্তদের আগুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাশবনে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা জানা যায়নি। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।  

জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে কাশবনটির অবস্থান।

কাশবনটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সিলেটের বিভিন্নস্থান থেকে লোকজন কাশবনটিতে ঘুরতে আসেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কাশবনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। 

স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে কাশবনটিতে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার কিছু সময় পর আগুন লাগার ঘটনা ঘটে।

এই বিষয়ে সদর ইউনিয়নের চৌঘরী এলাকার স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান মলিক বলেন, সদ্য গজিয়ে উঠা কাশফুল বাগানে অগ্নিসংযোগের ঘটনায় বাগানের একটি অংশ পুড়ে ছাই হয়ে গেছে। কাশফুল বাগানে আগুন দেখে স্থানীয় লোকজন আগুন নেভান।

আরসি-১৪