শাবি প্রতিনিধি
অক্টোবর ০২, ২০২১
০৭:৩০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৭:৩০ অপরাহ্ন
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র মোফাজ্জল হোসেনের ক্যান্সার আক্রান্ত বিধবা মায়ের।
শনিবার (২ অক্টোবর) সকালে এই তথ্য জানান পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগের এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল হক শাকিল।
ড. জহিরুল হক শাকিল বলেন, এ বছরের শুরুতে আমাদের বিভাগের মেধাবী ছাত্র মোফাজ্জল হোসেনের ক্যান্সার আক্রান্ত বিধবা মায়ের জীবন বাঁচাতে আর্থিক সহায়তার আহবান জানিয়েছিলাম। আমাদের আহবানে সাড়া দিয়ে বিশ্বব্যাপী কোভিড অতিমারিতেও শাবির শিক্ষক ও সাবেক-বর্তমান শিক্ষার্থী এবং দেশ-বিদেশের হৃদয়বান ব্যক্তিদের সহায়তায় ৫ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যে ৩ লাখ ৮৪ হাজার ২৮১.২১টাকা বিভিন্ন একাউন্টে জমা হয়। যা আমরা মোফাজ্জলের হাতে তুলে দিই।
তিনি বলেন, ক্যান্সার আক্রান্তের চিকৎসায় একদিন দেরী করা মানে রোগীর অবস্থা জটিল থেকে জটিলতর হওয়া। সে প্রেক্ষিতে আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন, আমাদের বিভাগের প্রধান, এলামনাইবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের পরামর্শক্রমে ঐ অর্থ দিয়েই মোফাজ্জলের মায়ের চিকিৎসা শুরু করি। খরচ বাঁচাতে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মোফাজ্জলের মায়ের চিকিৎসা তথা থেরাপি দেয়ার ব্যবস্থা করি। ২০টি থেরাপির মধ্যে আর মাত্র ৬ টা থেরাপি ও একটি সার্জারী সম্পন্ন করা গেলে উনি সুস্থ হয়ে উঠবেন বলে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আশা দিয়েছেন।
তিনি আরো বলেন, এই মুহুর্তে উনার চিকৎসা শেষ করতে আরো দেড় লাখ টাকা প্রয়োজন। এতে আমরা একজন মা তথা পরিবারের এক অভিভাবকের জীবন রক্ষা করতে পারবো। বাকি টাকা না উঠলে উনার চিকিৎসা বন্ধ হয়ে যেতে পারে। আমরা তীরে এসে তরী ডুবতে দিতে পারি না। তাই সাধ্যমত সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন তিনি ।
সহায়তা পাঠানোর ঠিকানা:
Bank: Dutch-Bangla Bank Ltd A/C Name: Mofazzal Hosen A/C No: 2311570014618 Swift Code: DBBLBDDH Routing No: 090480672 Branch: Kishoreganj
Bank: Uttara Bank Limited A/C Name: Mofazzal Hosen A/C No: 017311100005140 Swift Code: UTBLBDDH Routing No: 250480883 Branch: Mothkola
bKash: 01719112333 (Mofazzal)
bKash: 01761464645 (Sourov Chakrabarty)
Nagad: 01613804532 (Tanvir Al Hasan)
Rocket: 017191123331 (Mofazzal)
এইচ এন/বি এন-১০