স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০২, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৮:১৯ অপরাহ্ন



স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট

গত কয়েকদিন ধরেই তীব্র গরমে পুড়ছে সিলেট। শরৎকালে গ্রীষ্মের মতো গরমে নাভিশ্বাস উঠছিল নগরজীবনে। তাই একটু শীতল বাতাস আর বৃষ্টির অপেক্ষায় ছিলেন নগরবাসী। 

অবশেষে শনিবার (২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে সিলেটে বৃষ্টি নামে৷ অবশ্য এর কিছু আগে থেকে আকাশে জমতে শুরু করে কালো মেঘ৷ এদিকে বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও৷ তীব্র গরমের মধ্যে বৃষ্টি আর শীতল বাতাস পেয়ে প্রকৃতির মতো জনজীবনেও নেমে এসেছে স্বস্তি। আধাঘন্টা এ বৃষ্টি স্থায়ী ছিল। 

নগরের জিন্দাবাজার এলাকার পথচারী আইয়ুব আলী বলেন, 'গরমের কারণ প্রয়োজনীয় কাজেও ঘর থেকে বের হতে বিরক্ত লাগত৷ আজও সকালের দিকে প্রচন্ড গরম ছিল ৷ অবশেষে বৃষ্টি আসায় শান্তি লাগছে। প্রকৃতি কিছুটা ঠান্ডা হয়েছে৷'

এনএইচ/বি এন-১১