নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০২, ২০২১
০৭:৫৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৮:১৯ অপরাহ্ন
গত কয়েকদিন ধরেই তীব্র গরমে পুড়ছে সিলেট। শরৎকালে গ্রীষ্মের মতো গরমে নাভিশ্বাস উঠছিল নগরজীবনে। তাই একটু শীতল বাতাস আর বৃষ্টির অপেক্ষায় ছিলেন নগরবাসী।
অবশেষে শনিবার (২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে সিলেটে বৃষ্টি নামে৷ অবশ্য এর কিছু আগে থেকে আকাশে জমতে শুরু করে কালো মেঘ৷ এদিকে বৃষ্টির সঙ্গে ছিল বাতাসও৷ তীব্র গরমের মধ্যে বৃষ্টি আর শীতল বাতাস পেয়ে প্রকৃতির মতো জনজীবনেও নেমে এসেছে স্বস্তি। আধাঘন্টা এ বৃষ্টি স্থায়ী ছিল।
নগরের জিন্দাবাজার এলাকার পথচারী আইয়ুব আলী বলেন, 'গরমের কারণ প্রয়োজনীয় কাজেও ঘর থেকে বের হতে বিরক্ত লাগত৷ আজও সকালের দিকে প্রচন্ড গরম ছিল ৷ অবশেষে বৃষ্টি আসায় শান্তি লাগছে। প্রকৃতি কিছুটা ঠান্ডা হয়েছে৷'
এনএইচ/বি এন-১১