জৈন্তাপুরের কলেজ ছাত্রের মুক্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ০২, ২০২১
০৮:১৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২১
০৮:২১ অপরাহ্ন



জৈন্তাপুরের কলেজ ছাত্রের মুক্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন

জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে চুরির ঘটনায় কলেজ ছাত্র জাবের আহমদ (১৯) কে আটক করেছে পুলিশ ৷ জাবেদের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে তার সহপাঠিরা ৷

শনিবার (২ অক্টোবর) ১২টায় চিকনাগুল ইউনিয়নের শাহজালাল (রহঃ) ডিগ্রি কলেজ গেইট সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

কলেজের সাবেক ও বার্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও মানববন্ধনে ছাত্র নেতা আবু হুরায়রার সভাপতিত্বে ও রেজুয়ান আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মঞ্জুর আহমদ মুন্না, সোহেল রিমন, হানিফ মোহাম্মদ, আরিফ, মুকিদ চৌধুরী, শাহরিয়ার ইমন সহ বিভিন্ন শাখার শিক্ষার্থীরা ৷

মানববন্ধনে বক্তারা বলেন, চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরা ভিডিও চিত্র দেখে মুল আসামিদের আটক করার দাবী জানান ৷

পাশাপাশি গত ২৮ সেপ্টেম্বর হরিপুর বাজার আল মক্কা ফোন সেন্টারে চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরা ভিডিও চিত্রে আটক তিন জনের কোন প্রকার মিল নেই ৷ অন্যায় ভাবে কলেজ পড়ুয়া ছাত্র সহ তিন জনকে আটক করে হাজতে পাঠান জৈন্তাপুর থানার ওসি বলে দাবী করেন তারা। 

বক্তারা আরও বলেন, জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগির আহমদ জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় ডেকে নিয়ে মামলা দেন এটা চরম লজ্জাজনক বিষয় ৷ আমরা সুষ্ঠ তদন্তের দাবী জানাই । সুষ্ঠ তদন্ত হলে চুরির প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। দায়সারা ভাবে একজন কলেজ ছাত্রের উপর চুরির মামলা দিয়ে তার জীবন নষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে ৷ 

মানববন্ধন হতে হুশিয়ারী দিয়ে বলা হয় কলেজ ছাত্র জাবেদ আহমদ কে নি:শর্ত মুক্তি এবং মামলা হতে অব্যাহতি না দেওয়া হলে তারা সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামবেন ৷

আর কে/বি এন-১২