মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবি

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০২, ২০২১
১১:৫৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০২, ২০২১
১১:৫৬ অপরাহ্ন



মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবি

সিলেট-ঢাকা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করাসহ ৮ দফা দাবিতে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক-শ্রমিক ও সিলেট-জগন্নাথপুর-বিশ্বনাথ-রামপাশা বাস মিনিবাস মালিক-শ্রমিক গ্রুপের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দক্ষিণ সুরমার চন্ডীপুলে এই মানববন্ধন কর্মসূচি পালন হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশায় গ্রীল সংযোজন, চালকের আসন মোটরযান আইন অনুযায়ী সংযোজন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে হাইওয়ে রোডে চলাচলকারী অটোরিকশা বন্ধসহ ৩ জনের অধিক যাত্রী বহন না করা ও রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা সিলেট জেলায় চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। বর্তমান সরকার সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল অবৈধ ঘোষণা করেছে, তারপরও একশ্রেণির অসাধু চক্রের ইন্ধনে এ সব পরিবহন চলাচল অব্যাহত রয়েছে। যার কারণে নিয়মিত সড়কে দুর্ঘটনা ঘটে।’

বক্তারা বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ এখন সময়ের দাবি। বাস মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৮ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। 

সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক গ্রুপের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মালিক সমিতির ম্যানেজার জাহাঙ্গীর খান ও সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস মালিক সমিতির ম্যানেজার নজরুল ইসলাম মনিরের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সিলেট জেলা মালিক সমিতির অর্থ সম্পাদক মো. জোয়াহির মিয়া, সহসম্পাদক হেলাল মিয়া, দপ্তর সম্পাদক আব্দুর রকিব, সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন মবু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি শাহ নুরুর রহমান, সহসভাপতি মৌরশ আলী, মোক্তার আহমদ, সেক্রেটারী আব্দুল কাইয়ূম, সদস্য পানসুর আলী, জগন্নাথপুর বাস মালিক সমিতির (সোহাগ) সভাপতি রুহেল আহমদ, সহসভাপতি আব্দুল মালেক তালুকদার, সেক্রেটারী শাহীন আহমদ, সদস্য হাজী ফারুক মিয়া, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি মো. বাবরু মিয়া, সিলেট-জগন্নাথপুর-সুনামগঞ্জ, সিলেট-বিশ্বনাথ-রামপাশা বাস শ্রমিক সমিতির সভাপতি মো. ফজর আলী, সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাবেক সহসভাপতি ইরন মিয়া প্রমুখ।

বিএ-০২