সিলেটে অবৈধ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন



সিলেটে অবৈধ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান

সিলেটে অবৈধ নেটওয়ার্ক ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা তথ্য অফিস জানায়, গত শুক্রবার সিলেটের কুরুয়া বাজারে অবস্থিত বিওবি ক্যাবল সিস্টেম লিমিটিডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফজলে ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উজ্জ্বল শীল ও বিটিভি সিলেটের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ খান।

বিএ-০৪