জৈন্তাপুরে তফসিল ঘোষণার আগেই মাঠে প্রার্থীরা

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ০৩, ২০২১
০৬:৫৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২১
০৭:৩৬ অপরাহ্ন



জৈন্তাপুরে তফসিল ঘোষণার আগেই মাঠে প্রার্থীরা

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই মাঠে ঘাটে প্রচার প্রচারণায় নেমেছেন সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থীরা। 

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সারাদেশে কেবল মাত্র ২য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২য় দফায় কোন ইউনিয়নের ভোট গ্রহণ হচ্ছে না। জৈন্তাপুর উপজেলায় ৩য় দফায় সম্ভাবনা রয়েছে ইউপি নির্বাচনের। 

তফসিল ঘোষনার আগেই উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি মেম্বার, ১৮টি মহিলা মেম্বার ও ৬জন চেয়ারম্যান পদের বিপরীতে সম্ভাব্য প্রার্থীরা দোয়া ও সার্বিক সহযোগিতা পেতে নিজেদের কর্মী সমর্থকের পাল্লা ভারী করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ভোটারদের ধারে ধারে। তাদের এমন কার্যক্রমের কারণে এলাকা জুড়ে বইছে ইউপি নির্বাচনের মাঝারী হাওয়া। 

উপজেলার সবচেয়ে সব রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরাও দলীয় মনোনয়ন প্রত্যাশার জন্য নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দলের মনোনয়ন পাওয়া মানে নির্বাচনের একধাপ এগিয়ে যাওয়া। সেজন্য সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা দলের উচ্চ পর্যায়ের নেতা সহ কর্মী সমর্থক ও ভোটারদের কাছে যাওয়া শুরু করেছেন এসব প্রার্থীরা।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা ইতোমধ্যে হাট-বাজার, পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জ সহ গ্রামে গ্রামে নিজেদের পক্ষে ভোটারদের মন জয় করতে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কারণ রাজনৈতিক পরিচয় না নিয়ে নিজের কর্মদক্ষতা ও সামাজিক কর্মকান্ডে খেলা ধুলায়, বিভিন্ন মসজিদে নামাজ আদায় করে মুসল্লীদের সাথে কুশল বিনিময়, মৃত ব্যক্তির জানাযায়, দূর্ঘটনায় আহত, কঠিন রোগে আক্রান্ত, পঙ্গু, হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজ-খবর নিতে পরিবারে যাচ্ছেন, ওয়ার্ড ভিত্তিক গণসংযোগ করছেন। সর্বোপরি জৈন্তাপুরে ভোটের তফসিল ঘোষনার আগেই প্রার্থীরা প্রচার প্রচারণায় মুখরিত করে তুলছেন হাট-বাজার, মাঠ ও ময়দান। 

আর কে/বি এন-০৪