৪র্থ বার সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল প্রবাস কুমার সিংহ

গোয়াইনঘাট প্রতিনিধি


অক্টোবর ০৪, ২০২১
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২১
০২:২০ পূর্বাহ্ন



৪র্থ বার সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল প্রবাস কুমার সিংহ

সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সকল ক্যাটাগরিতে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে চতুর্থবারের মতো পুরস্কার পেলেন সিলেটের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

রবিবার (৩ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্থ হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উর্দ্ধতন অফিসারদের নিবিড় তদারকি ও পর্যবেক্ষণের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। 

এসয়ম উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। 

গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় ও গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ  থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। তিনি গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ থানা এলাকার সব ধরণের অপরাধ রোধ ও নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন। আইন শৃঙ্খলা সম্পর্কিত যেকোনো সমস্যা সমাধানের জন্যে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

এমকেকে/বিএ-০৬