জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
অক্টোবর ০৪, ২০২১
০৫:১০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২১
০৫:১০ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগে কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস সিলেটের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় জৈন্তাপুর উপজেলা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ ৷
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক (রু.দা) উজ্জ্বল শীল৷।
অনুষ্ঠানে বক্তারা শিশু শ্রম বন্দ এবং নারীদের ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠাসহ বিভিন্ন
সচেতনতামূলক বিষয় উপস্থাপন করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কথাও জানান৷
ওরিয়েন্টেশন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এখলাছুর রহমান, বাহারুল আলম বাহার, মো. ইয়াহিয়া, প্রধান শিক্ষক বিজন চন্দ্র, ফাহিমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম. রুহেল, সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, ইউপি সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ৷
এমআরকেএস-০১/এএফ-০১