কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৫, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২৬টি পূজা মণ্ডপে উপহার প্রদান করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সেই সঙ্গে সনাতন ধর্মীয় সকলকে শারদীয় দূর্গার শুভেচ্ছা জানান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি শারদীয় দূর্গাৎসবে সবাই স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে উৎসব পালন করার তাগিদ দিয়েছেন।
আজ সোমবার (৪ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা হল রুমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির পক্ষে থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২৬টি মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুই হাজার টাকা করে তুলে দেন।
এর আগে আসন্ন শারদীয় দূর্গাৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ থানা ইনচার্জ কেএম নজরুল জাহান কাজলের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ শামিম।
অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ সরকার, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি নরেশ দাস, সাংগঠনিক সম্পাদক বিজেন সরকার, সাংবাদিক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা, সদস্য কবির আহমদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা, বিভিন্ন মন্দিরের কার্যকরী কমিটির নের্তৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরসি-১২