নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৫, ২০২১
০৫:১০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন বলেছেন, 'আমার কাছে অভিযোগ এসেছে ওসমানী হাসপাতালে একটি ভালো অ্যাম্বুলেন্স শুধু চালকের ও টেকনিশিয়ানের অভাবে পড়ে আছে৷ এ সব বরদাস্ত করা হবে না। সরকার পয়সা দিয়ে জিনিস কেনার পর সেগুলো যদি ব্যবহার না হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷'
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ভারত সরকারের উপহারের দুইটি আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনবেন। সেগুলো পড়ে থাকবে, আর পত্রিকায় অভিযোগ আসবে। তা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।'
এ সময় তিনি জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে এ সব বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাস্বামী, ভারতীয় হাইকমিশনের সহকারী হাই-কমিশনার নীরজ জওসওয়াল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা.নাসিমা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা.হিমাংশু লাল রায়, জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার।
আরসি-০৪