দেশে টিকা তৈরির ব্যবস্থা চূড়ান্ত হয়েছে- পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৫, ২০২১
০৫:১৬ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২১
০৫:১৯ অপরাহ্ন



দেশে টিকা তৈরির ব্যবস্থা চূড়ান্ত হয়েছে- পররাষ্ট্রমন্ত্রী

আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশেও করোনার টিকা তৈরির মোটামুটি ব্যবস্থা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ভারত সরকারের উপহারের দুইটি আইসিইউ অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি বলেন, 'দেশে এখন আর টিকার কোনো সঙ্কট নেই। আমরা টিকার লাইন আপ করে ফেলেছি। ভারত থেকেও আমাদের চুক্তির টিকা আসবে।'

তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে প্রথম দিন থেকেই বার বার বলেছেন করোনার টিকা সব দেশের নাগরিকের অধিকার। এটা নিয়ে যাতে কোনো বৈষম্য না করা হয়।'

এনএইচ/আরসি-০৫