কোম্পানীগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ০৫, ২০২১
০৬:০৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২১
০৬:০৩ অপরাহ্ন



কোম্পানীগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ নেতাকর্মীদের সাথে কোম্পানীগঞ্জ থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ১ টায় থানা কমপ্লেক্স প্রাঙ্গণে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম নজরুলের সভাপতিত্বে ও এসআই অনিক বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি তদন্ত ওসমান গনি, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা।  

এ সময় সভায় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক বিজেন সরকার, সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস, ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপাল রুহুল আমিন, জীবনপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সৈলেন চন্দ্র নাথ, সাবেক মেম্বার সুজিত দাস, শংকর মন্ডল প্রমুখ।

দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। 

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল বলেন, ধর্ম যার যায়, উৎসব সবার। সাধারণ মানুষ যেনো আনন্দময় পরিবেশে ও শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করতে পারে সেই জন্য কোম্পানীগঞ্জ থানা পুলিশ ২৪ ঘন্টা নিরাপত্তা দিবে। পূজা উদযাপন করতে গিয়ে কেউ যাতে আইন শৃঙ্খলা ভঙ্গ না করে সেই দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে তিনি সহযোগিতা চেয়েছেন।

এম কে/বি এন-০১