মিয়ানমার থেকে অস্ত্র, মানবপাচার রোধে প্রয়োজনে গুলি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৫, ২০২১
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২১
০৮:২৭ অপরাহ্ন



মিয়ানমার থেকে অস্ত্র, মানবপাচার রোধে প্রয়োজনে গুলি
-পররাষ্ট্রমন্ত্রী

ওসমানী হাসপাতালে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি- সিলেট মিরর

মিয়ানমার থেকে মাদক, অবৈধ অস্ত্র, ও মানব পাচার ও চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরণের অপকর্ম, চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ এবং মায়ানমার সিদ্ধান্ত নিয়েছিলাম সীমান্ত কখনও গুলি চালাব না। কালকে আমার সঙ্গে স্বররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। আগামীতে আমরা গুলি চালাব। তখন এই ধরণের অপকর্ম,মাদক চোরাচালান, মানবপাচার এগুলো বন্ধ করতে হবে।’

তবে এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ড. একে আব্দুল মোমেন।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘সারাবিশ্বেই হত্যাকাণ্ড হয়। তবে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এখন আর কোনো ছাড় নয়। এভাবে অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার আর হবে না।

মন্ত্রী আরও বলেন, নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অস্থিতিশীল করে তুলেছে বিভিন্ন এনজিও সংস্থা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্বোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এ সময় অতিথিরা অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।


এএফ/০১