ওসমানী হাসপাতালে অব্যবহৃত পড়ে আছে ১০ হাজার কোটি টাকার যন্ত্রপাতি

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৫, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২১
০৯:৫৭ অপরাহ্ন



ওসমানী হাসপাতালে অব্যবহৃত পড়ে আছে ১০ হাজার কোটি টাকার যন্ত্রপাতি
- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ হাজার কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, পরিচালনার জন্য যথাযথ কারিগর না থাকায় এগুলো ব্যবহৃত হচ্ছে না।’

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ওসমানী হাসপাতালে ১০ হাজার কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে। পরিচালনার জন্য যথাযথ কারিগর না থাকায় এগুলো ব্যবহার হচ্ছে না।’

ভারত থেকে আসা উপহারের অ্যাম্বুলেন্সের তালিকায়  সিলেটের জন্য বরাদ্দ ছিল না জানিয়ে অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীে আরো বলেন, ‘ভারত থেকে এ্যাম্বুলেন্স আসার পর আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলি। কিন্তু তিনি বলেন, সিলেটের জন্য কোন অ্যাম্বুলেন্স এলোক্যান্স (বরাদ্দ) নেই। শুধুমাত্র মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে বরাদ্দ আছে। এটা শুনে আমি ডিসেপয়েন্টেড (হতাশ) হয়ে যাই। সঙ্গে সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলি। পরে তারা আমার কথা রাখতে গিয়ে দুইটি অ্যাম্বুল্যান্স সিলেটে প্রদান করেন।’

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্বোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এ সময় অতিথিরা অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।


এসএইচ-০১/এএফ-০২