শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ০৫, ২০২১
১০:২৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২১
১০:৩৩ অপরাহ্ন
দীর্ঘ ১৮ মাস পর আগামী ২৫ অক্টোবর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হল।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
উপার্চায বলনে, আমরা ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা হল খুলে দিব। শুধু আবাসিক হলে ভর্তিকৃত শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।
করোনা টিকার কথা উল্লেক করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে যারা টিকার রেজিষ্ট্রেশন করেছেন তারা সবাই টিকা পাবেন। আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বুথে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সাথে আলাপ-আলোচনা চলছে।
এইচএন/আরসি-১২