সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৬, ২০২১
১২:৪১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৬, ২০২১
০৬:০৬ পূর্বাহ্ন
সিলেটে আবারও শুরু হচ্ছে বইপড়া উৎসব। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস অনুশীলনে উদ্বুদ্ধ করতে এবারো হাজারো শিক্ষার্থীকে নিয়ে এ উৎসব আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকেরা।
মঙ্গলবার সিলেট জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ইনোভেটর আয়োজিত ‘জেলা পরিষদ, সিলেট - ইনোভেটর বইপড়া উৎসব’ এর সূচনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। করোনা পরবর্তী পরিস্থিতিতে সকল ধরনের সতর্কতা পালন করে উৎসবের প্রতিটি ধাপ সম্পন্ন হবে বলেও জানান তারা। অনুষ্ঠানে জানানো হয়, আজ বুধবার থেকেই শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন শুরু হবে। অনলাইনে এবং অনসাইটে রেজিষ্ট্রেশন চলবে। দুটো বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত একটি এবং একাদশ থেকে স্নাতক পর্যন্ত আরেকটি বিভাগে শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করতে পারবে। তারা জানান, ইনোভেটর বইপড়া উৎসব এর ওয়েবসাইট এবং ফেইসবুক পেইজে এ সংক্রান্ত আপডেট পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইনোভেটর এর স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। তাছাড়া ক্যাম্পাস ভিত্তিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর সহায়তা নেওয়া হবে। চলতি বছরের এ আসর জেলা পরিষদ এর প্রয়াত চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেটর’র মুখ্য সঞ্চালক, সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ। বিস্তারিত তথ্য তুলে ধরেন ইনোভেটর’র নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।
সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। ইনোভেটর এর সমন্বয়ক আশরাফুল ইসলাম অনি এবং ঈশিতা ঘোষ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করেন সিলেট জেলা পরিষদের উপ প্রকৌশলী হাসিব আহমদ পাভেল। সূচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ অনুশীলন কেন্দ্রের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, বিশিষ্ট লেখক, গবেষক সুমনকুমার দাশ, সাংবাদিক ছামির মাহমুদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সাবেক সভাপতি মামুন হাসান, শিক্ষক-সংগঠক সুলতান আহমদ। পুরো অনুষ্ঠান সমন্বয় করেন ইনোভেটর এর প্রধান সমন্বয়ক প্রভাষক সুমন রায় এবং যুগ্ম সমন্বয়ক তাসনীম প্লপা।
উল্লেখ্য যে, ইনোভেটর ২০০৬ সাল থেকে তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ১৪ হাজার ৪শ ৭৬ জন শিক্ষার্থী সরাসরি বইপড়া উৎসবে অংশ নিয়েছে। বইপড়া উৎসবের পাশাপাশি বই বিনিময় উৎসব, পাঠচক্র, বই আলোচনা প্রতিযোগিতা, বই কুইজ, বই বিতর্ক ইত্যাদি আয়োজনের মধ্য দিয়ে পাঠাভ্যাস বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমে সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে। এমনকি করোনাকালেও ভার্চ্যুয়াল কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইনোভেটরের কর্মকান্ড সচল ছিল।
আরসি-১৬