চা-শ্রমিকের সন্তানদের মাঝে সনাতন বিদ্যার্থীদের শারদবস্ত্র বিতরণ

শাবিপ্রবি প্রতিনিধি


অক্টোবর ০৬, ২০২১
০৩:৫৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২১
০৩:৫৯ পূর্বাহ্ন



চা-শ্রমিকের সন্তানদের মাঝে সনাতন বিদ্যার্থীদের শারদবস্ত্র বিতরণ

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সিলেট নগরীর তারাপুর চা-বাগানের শ্রমিকদের সন্তানদের মাঝে শারদবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সনাতন বিদ্যার্থী সংসদ।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে এ শারদবস্ত্র বিতরণ করা হয় বলে সংগঠনটির সভাপতি নিলয় চন্দ্র দাস স্বাক্ষরিত প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদ'র উদ্যোগে নগরীর পাঠানটুলা এলাকার স্টার তারাপুর চা বাগানের স্বল্প বেতনভুক্ত চা শ্রমিকদের সন্তানদের মাঝে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শারদবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক পূরবী চ্যাটার্জী এবং স্টার তারাপুর চা বাগানের ম্যানেজার রিংকু চক্রবর্তী।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজবর্মণ, মুক্তা রানী দে, শুভ চন্দ্র দাস, দুলাল দেব, নাবিল দেবনাথ, শাম্তনু চৌধুরী, কনকন দাস, অভিজিৎ চন্দ্র, উক্ত বৈষ্ণব, অন্তর সেন, অভিজিৎ দেবনাথ, উৎপল রায় প্রমুখ।

এইচএন/আরসি-২১