কথাসাহিত্যিক স্বপ্নিল শিশিরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৬, ২০২১
০৪:২৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২১
০৪:২৮ পূর্বাহ্ন



কথাসাহিত্যিক স্বপ্নিল শিশিরের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

কথাসাহিত্যিক ও সার্জেন্ট শরিফুল হাসান শিশিরের (স্বপ্নিল শিশির) প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট নগরের আম্বরখানায় জসিম বুক হাউজে এক স্মরণসভা আয়োজিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ।  

সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনিরের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক লেখক কামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কবি ও গীতিকার পীযূষ কান্তি তালুকদার, লেখক ও গবেষক জয়নাল আবেদীন বেগ, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল, লেখক আশফাক রহমান, সার্জেন্ট শরিফুল হাসানের ব্যাচমেট নাহিদুল ইসলাম। 

স্বাগত বক্তব্য দেন জসিম বুক হাউজ প্রকাশনীর প্রকাশক ও সত্ত্বাধিকারী মো.জসিম উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন তরুণ লেখক ও গল্পকার জেনারুল ইসলাম, তরুণ লেখক মোস্তাফিজ সৈয়দ, কবি ও গীতিকার শাহিনা জালালি পিয়ারা, কবি রোকসানা বেগম, হাসান আহমদ, মুসলিম উদ্দিন প্রমুখ।

আরসি-০২