উন্নয়ন কাজের উদ্বোধন নিয়ে সাংসদ-আ.লীগ মুখোমুখি

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ০৬, ২০২১
০৬:০৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২১
০৬:০৯ অপরাহ্ন



উন্নয়ন কাজের উদ্বোধন নিয়ে সাংসদ-আ.লীগ মুখোমুখি

সিলেটের ওসমানীনগর উপজেলায় আজ বুধবার (৬ অক্টোবর) একটি কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন কাজের উদ্বোধন নিয়ে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান নিয়েছে। একই সময়ে একই উন্নয়ন কাজের উদ্বোধনের ঘোষণা দিয়েছে দুটি পক্ষ। এ ঘোষণায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। 

জানা যায়, সম্প্রতি ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের খাদিমপুর কমিউনিটি ক্লিনিকের সীমানা প্রাচীর স্থাপনের জন্য দেড় লাখ টাকার সরকারি বরাদ্দ আসে। সীমানা প্রাচীরের নির্মাণ কাজ শেষে আজ বুধবার স্থানীয় সাংসদ মোকাব্বির খানকে দিয়ে তা উদ্বোধনের উদ্যোগ নেন প্রবাসীসহ এলাকার কিছু লোক। বিষয়টি জানার পর গত শনিবার (২ অক্টোবর) স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রবাসী কাপ্তান মিয়ার সঙ্গে দেখা করেন। এ সময় তারা সংসদ সদস্যকে দিয়ে উদ্বোধন না করানোর অনুরোধ  জানিয়ে একই তারিখে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিনকে দিয়ে উদ্বোধনের ঘোষণা দেন। কাপ্তান মিয়া তাৎক্ষণিক মুঠোফোনে সংসদ সদস্যকে বিষয়টি অবগত করলেও তিনি উদ্বোধনের সিদ্ধান্তে অনড় থাকেন। এমন পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে উদ্বোধন সম্পন্ন করতে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক সভায় মিলিত হন।  

এ প্রসঙ্গে প্রবাসী কাপ্তান মিয়া বলেন, আমরা কয়েকজন প্রবাসী এমপি সাহেবকে কমিউনিটি ক্লিনিকের সীমানা প্রাচীর করে দেওয়ার অনুরোধ করলে তা করে দেন। বুধবার এই উন্নয়ন কাজ এমপি মোকাব্বির খান কর্তৃক উদ্বোধন করার কথা। স্থানীয় ইউনিয়ন সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপিকে দিয়ে উদ্বোধন না করার অনুরোধ করলে আমি বিষয়টি এমপি সাহেবকে অবগত করেছি। এর পর কী হয়েছে জানি না। 

ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, ২০১১ সালে তৎকালীন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এই ক্লিনিকের উদ্বোধন করেছেন, এখন নতুন করে উদ্বোধনের কারণ আমাদের কাছে বোধগম্য নয়। এই বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরাও ক্ষুব্ধ। 

উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই ক্লিনিকের অনেক সংস্কার করা হয়েছে এবং বর্তমানে সরকারি ব্যয়ে সীমানা প্রাচীর নির্মিত হয়েছে। বুধবার প্রয়াত সাবেক সংসদ সদস্য উমরপুরের কৃতীসন্তান আশরফ আলীর নামে সীমানা প্রাচীরের নাম ফলক স্থাপনের উদ্যোগ নিয়ে অতিথি দাওয়াত দিয়েছি। কিন্তু হঠাৎ করে শোনছি সংসদ সদস্য মোকাব্বির খান নাকি একই দিনে এর উদ্বোধন করবেন। যা সম্পূর্ণ অপ্রত্যাশিত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, বিষয়টি জানার পর উভয়পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। অপ্রীতিকর কিছু এড়াতে প্রশাসন তৎপর রয়েছে। 

সংসদ সদস্য গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাব্বির খান বলেন, বুধবার দুপুরে খাদিমপুর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন করব। সরকারি কাজে কেউ বাধা দিলে তা দেখার দায়িত্ব¡ প্রশাসনের।

ইউডি/আরসি-০৭