জৈন্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি


অক্টোবর ০৬, ২০২১
০৭:৩৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন



জৈন্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সিলেটের জৈন্তাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে বুধবার (৬ অক্টোবর ) এ দিবস পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ ৷

আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, মো. ইয়াহিয়া, শাহ আলম চৌধুরী তোফায়েল, শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন৷ 

সভায় বক্তারা বলেন, জন্ম-মৃত্যু প্রতিটি মানুষের প্রয়োজন এজন্য পরিবারের প্রত্যেক সদস্যকে সবার আগেই জন্ম-মৃত্যু নিবন্ধন করতে হবে ৷ প্রতিটি ক্ষেত্রে এখন সনদ প্রয়োজন হচ্ছে বলে জানান ৷ 

আর কে/বি এন-০৭