গোয়াইনঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি


অক্টোবর ০৬, ২০২১
০৮:২২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৬, ২০২১
০৮:২৩ অপরাহ্ন



গোয়াইনঘাটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা

সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, হিসাব সহকারী ও উদ্যোক্তাগণের ‍উপস্থিতিতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুশান্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যানবৃন্দ।

এম এম/বি এন-০৯