নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৭, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৭, ২০২১
০২:৩৯ পূর্বাহ্ন
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলাকে কেন্দ্র করে সিলেটে নিয়মিত বসছে জুয়ার আসর। খেলা চলাকালে বিভিন্ন স্থানে বসে এসব জুয়ার আসর। এ অবস্থায় দক্ষিণ সুরমার লাউয়াই এলাকা থেকে ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দক্ষিণ সুরমা থানার এসআই (নি.) স্নেহাশীষ পৈত্যের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় লাউয়াই বনলতা এলাকায় জুয়ার থেকে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নবীগঞ্জের পঙ্কজ রায় (৩২), জকিগঞ্জ উপজেলার জুয়েল আহমদ অপু (২৪), নাছিম আহমদ (১৯), গাজীপুরের আকাশ মিয়া (৩২), কুমিল্লার রিপন হোসেন (৩০), সুনামগঞ্জের দোয়ারার আলমগীর হোসেন (৩৪), দক্ষিণ সুরমার মোগলাবাজারের আব্দুল করিম (৩০), নবীগঞ্জের মো. লেবু (২৫), নাটোরের শফিকুল (৩৪), শেরপুর সদরের সফিক মোল্লা (২৯), ব্রাহ্মণবাড়িয়ার মো. লোকমান মিয়া (৩২), লক্ষীপুরের কামাল হোসেন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার খায়রুল ইসলাম (২৩)।
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
বিএ-০৪