স্কটল্যান্ডে ছুরিকাঘাতে নিহত সেলিমের মরদেহ সিলেটে আসছে কাল

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৮, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৮, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন



স্কটল্যান্ডে ছুরিকাঘাতে নিহত সেলিমের মরদেহ সিলেটে আসছে কাল

দীর্ঘ ২০ বছর পর সেলিম দেশে ফিরবে আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর)। তবে ফিরবে তার নিথর দেহ। গত ১৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডের ইনভারকেটিং হাই স্ট্রীটের বাংলাদেশী মালিকানাধীন গুলশান তান্দুরি রেস্টুরেন্টে তুচ্ছ কথাকাটির জের ধরে সহকর্মীর ছুরিকাঘাতে সেলিম গুরুতর আহত হয়। পরে পুলিশ তাকে এডিনবরার রয়েল হাসপাতালে নিয়ে যায়।কয়েকঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

স্কটল্যান্ড পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকারী বাংলাদেশী বংশদ্ভোত বৃটিশ নাগরিক হত্যার অভিযোগসহ দুটি চার্জ গঠন করেছে। হত্যাকারি ফয়েজ সেলিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় নিকটস্থ রেল স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

হত্যা মামলার দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবশেষে স্কটল্যান্ড পুলিশ মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। বুধবার (৬ অক্টোবর) বাদ জোহর লন্ডন মসজিদে সেলিমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। পরে আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে করে তার দেহ নিয়ে রওনা হয়। কাল শুক্রবার সকালে লাশ সিলেটে পৌছার কথা রয়েছে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার দ্বিতীয় জানাজার নামাজ শেষে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবে সেলিম।

দুই ভাই ও দুই বোনের মধ্যে সেলিম ছিলেন দ্বিতীয়। তার বড় বোনও গতকাল বুধবার দেশে অসুস্থতা নিয়ে মারা গেছেন। আর ছোট ভাই ইকবাল স্বপরিবারে ফ্রান্সে বসবাসরত। আরেক বোন পরিবার নিয়ে বাংলাদেশে বসবাস করছেন।

আরসি-১৪