নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৮, ২০২১
০৪:৪৩ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২১
০৫:৩৯ পূর্বাহ্ন
সিলেটে মধ্যরাতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টায় এই ভূমিকম্প অনুভূত হয়। সিলেটে ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৭৭ কিলোমিটার দূরে মায়ানমারে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৬।
জানা গেছে, রাত সাড়ে বারোটায় সিলেটে ভূমিকম্প অনুভূত হয়৷ এ সময় অনেকেই ঘুমে থাকায় টের পাননি। তবে আতংকে অনেকেই বাসা বাড়ি থেকে সড়কে চলে আসেন। অনেকেই বলছেন ভূমিকম্পের তীব্রতা ছিল মাঝারি ধরনের। তবে কোন ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি৷
এদিকে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম জানিয়েছে, রাত ১২ টা ৫০ পর্যন্ত তাদের কাছে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আসেনি।
এনএইচ/আরসি-০২