সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৮, ২০২১
০৬:৩২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২১
০৬:৩২ পূর্বাহ্ন
প্রতিবারের মতো এবারও শ্রুতি সিলেট আয়োজন করেছে আগমনী আহ্বানে। আজ শুক্রবার (৮ অক্টোবর) নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বিকেল ৪ টা হতে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অর্ধদিবস ব্যাপী আয়োজনে সমবেত নৃত্য, সংগীত, আবৃত্তি পরিবেশন করবে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, নৃত্যশৈলী, ছন্দনৃত্যালয়, সুরেরভ‚বন, সুরসপ্তক, একক সংগীত পরিবেশন করবেন শামীম আহমেদ, প্রদীপ মল্লিক, ইকবাল শাঁই, লিংকন দাশ।
একক আবৃত্তি পরিবেশন করবেন অতিথি আবৃত্তিশিল্পী মাসুম আজিজুল বাসার, নাঈমা রুম্মান, পলি পারভীন, মিসবাহিল রাবিন প্রমুখ।
আরসি-০৫