নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৮, ২০২১
০৫:০২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২১
০৫:০২ অপরাহ্ন
সিলেটে এসে পৌঁছেছে ফাইজারের টিকা। তবে এ টিকা কারা পাবেন তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা৷
জানা গেছে, গত বুধবার রাতে বিশেষ ফ্রীজার ভ্যানে করে ১৯ হাজার ৮০০ ডোজ টিকা সিলেটে আসে। এ সময় সংশ্লিষ্টরা এ টিকা গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে বলেন, 'ফাইজারের টিকা সিলেটে এসে পৌঁছেছে। তবে কাদের দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি৷ আশা করছি আগামী রবিবার-সোমবারের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে।'
এনএইচ/আরসি-০৫