সিলেটে ১৫ ইউনিয়নে নৌকা চান ৩৩ জন

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৯, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৯, ২০২১
১২:৩৯ পূর্বাহ্ন



সিলেটে ১৫ ইউনিয়নে নৌকা চান ৩৩ জন
# চার ইউপিতে একক প্রার্থী # চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শনিবার

দ্বিতীয় ধাপে সিলেট জেলায় তিন উপজেলার ১৫ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তোড়জোড় চলছে। এরই মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন বাছাই করে প্রার্থী চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে।

সিলেট জেলায় এ দিন ১৫টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ইউনিয়নগুলোতে নৌকা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী দলীয় নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে জেলা আওয়ামী লীগ। ১৫ ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে একক প্রার্থী এবং ১১ ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন বলে জানা গেছে।

সবমিলিয়ে ১৫ ইউনিয়নে ৩৩ জন মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে প্রেরণ করা হয়েছে।

গত ৪ অক্টোবর এ তালিকা ঢাকা পাঠানো হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। তিনি জানান, আগামীকাল শনিবার দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।

জানা যায়, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে সিলেট সদর উপজেলায় ৪টি, কোম্পানীগঞ্জ উপজেলায় ৫টি এবং বালাগঞ্জ উপজেলায় ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলায় ৪ ইউনিয়নের বিপরীতে ১০ মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

তবে, কান্দিগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নিজাম উদ্দিন ছাড়া আর কেউ মনোনয়ন চাননি। এ কারণে তার মনোনয়ন এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। কান্দিগাঁও ছাড়া মোগলগাঁও, জালালাবাদ, হাটখোলা ইউনিয়নে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

একইদিন কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পূর্ব ইসলামপুর ইউনিয়নে একক প্রার্থী রয়েছেন। বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুল্লুক হোসেন এ ইউনিয়নে একমাত্র নৌকার মনোনয়ন প্রত্যাশী। এছাড়া উপজেলার তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই ইউপি এ দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি চার ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ১০ জন।

বালাগঞ্জ উপজেলায় ৬ ইউনিয়নে ১২ জন মনোনয়ন প্রত্যাশী হলেও দুটি ইউনিয়নে একক প্রার্থী রয়েছেন। দেওয়ান বাজার ইউনিয়নে প্রবাসী এ মুমিন ও বোয়ালজুর ইউনিয়নে একক প্রার্থী আনহার মিয়া। বাকি চার ইউনিয়ন পূর্ব পৈলনপুর, পশ্চিম গৌরিপুর, পূর্ব গৌরিপুর ও বালাগঞ্জ ইউনিয়নে ১০ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

সিলেট জেলা ছাড়াও বিভাগের তিন জেলায় আরও ৩০ ইউনিয়নে একইদিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, কালারুকা, ছৈলা আফজালাবাদ, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও, খুরমা উত্তর, ইসলামপুর ও জাউয়াবাজার ইউপি, দোয়ারাবাজার উপজেলার দোয়ারাবাজার, বাংলাবাজার, ল²ীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর, মান্নারগাঁও ইউপি, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্ব জুড়ী, গোয়ালবাড়ি, সাগরনাল, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও এবং শিবপাশা ইউনয়ন পরিষদ।

গত ২৯ সেপ্টেম্বর সিলেটসহ সারাদেশে ৮৪৮টি ইউপিতে ভোটের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।

এসএইচ/আরসি-১১