রাজনগর প্রতিনিধি
অক্টোবর ০৯, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার তাহারলামু গ্রামের একটি লাউ ক্ষেত থেকে স্বামী পরিত্যক্তা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের আট ঘণ্টা পর ওই নারীর লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ঘটনা ঘটে।
জানা যায়, তাহারলামু গ্রামের কদর উল্লার মেয়ে খয়রুন বেগমকে (৪৬) বৃহস্পতিবার সকাল ১০ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খোঁজির পর সন্ধ্যা ৬টার দিকে পাশে একটি ক্ষেতে তার মরদেহ দেখতে পান স্বজনরা। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনির জানতে পারলে রাজনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ সয্যা হাসপাতালের মর্গে পাঠায়।
স্বামী পরিত্যক্তা খয়রুন নিজ বাবার বাড়িতেই থাকতেন বলে জানিয়েছেন তার বোনের ছেলে ইউসুফ মিয়া। তিনি বলেন, সকাল থেকে আমরা খালাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যায় গ্রামের পাশের একটি ক্ষেতে তার মরদেহ দেখতে পাই। ইউসুফ মিয়া দাবি করেন যে মহিলাকে খুন করা হয়েছে। তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, মহিলার মৃতদেহ পাশের লাউ ক্ষেতের মাছার নিচে পাওয়া যায়, তদন্ত চলছে তবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন মামলা হয়নি।
এফএইচ/বিএ-০১