শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ০৯, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধন তৈরিতে গঠিত সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট ক্লাব লিমিটেড’র নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ৯ম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৮ অক্টোবর) ঢাকাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ’র মিলনায়তনে সংগঠনটির সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাস্ট ক্লাব লিমিটেড নির্বাচন-২০ এর ফলাফলের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অমিতাভ চক্রবর্তী। এতে নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. মনসুর আহমেদ, মোহাম্মদ শামসুল ইসলামসহ সংগঠনটির বিদায়ী কমিটির সদস্য ও সাস্ট ক্লাব লিমিটেড’র সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আজিজুল ইসলাম শামীম (সমাজকর্ম বিভাগ-৭ম ব্যাচ), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন আকন্দ রনি(ব্যবসায় প্রশাসন বিভাগ-১১তম ব্যাচ), কোষাধ্যক্ষ মো. শোয়েব ইসলাম (সিভিল এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ-৮ম ব্যাচ)।
এছাড়া সদস্য হিসেবে মো. মাসুদুর রহমান (রসায়ন বিভাগ-১ম ব্যাচ), মো. আব্দুল মোমিন মঞ্জুর (কেমিকেল ইঞ্জিনিয়ায়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ-১১তম ব্যাচ), মো. জয়নাল হোসেন (সমাজবিজ্ঞান বিভাগ-১৫তম ব্যাচ), মো. বেলায়েত হোসেন (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ-১৬তম ব্যাচ), আব্দুল্লাহ আল মামুন তালুকদার রাজিব (সমাজকর্ম বিভাগ-১৭তম ব্যাচ) ও তামান্না মান্নান (স্থাপত্য বিভাগ-১৮তম ব্যাচ) নির্বাচিত হয়েছেন।
এইচএন/বিএ-০২