ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ০৯, ২০২১
০৬:৩৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২১
০৭:৩৪ অপরাহ্ন
দীর্ঘ ৮ বছর পর ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ।
নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদেরকে প্রার্থী হিসেবে তুলে ধরছেন। দীর্ঘ সময় পর ভোট অনুষ্ঠিত হচ্ছে এতে উৎসবের আমেজ বিরাজ করছে ব্যবসায়ী ও ভোটারদের মাঝে। দোকানে দোকানে চলছে বণিক সমিতির ভোটের আলাপ আলোচনা।
গত ৩০ সেপ্টেম্বর এক সাধারণ সভার মাধ্যামে ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির আহবায়ক কমিটি গঠন করা হয়। সতের সদস্যর আহবায়ক কমিটির মাধ্যমে ভোটার তালিকা হাল নাগাদের কাজ চলছে। ভোটার তালিকা হাল নাগাদ শেষ হলে নির্বাচন কমিশন গঠন করা হবে।
সর্বশেষ ২০১২ সালে অনুষ্ঠিত নির্বাচনে ২১ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১২০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক আব্দুল বারী বলেন, দীর্ঘ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ব্যবসায়ী ভোটার ও সাধারন মানুষের মধ্য এক ধরনের আনন্দ বিরাজ করছে। আহবায়ক কমিটি ভোটার তালিকা হাল নাগাদ করে নির্বাচন কমিশন গঠন করবে । নির্বাচন কমিশন ভোট পরিচালনা করবে। আমার বিশ্বাস সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস সি/বি এন-০৫