নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২১
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন
তৃণমূল পর্যায়ে দলকে চাঙ্গা করতে সিলেট জেলার সব উপজেলায় বর্ধিত সভা করার ষোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার (৯ অক্টোবর) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খানের পরিচালনায় দুপুরে সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদসহ জেলার নেতারা বক্তব্য দেন।
গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী- ১৩ উপজেলায় নিম্নলিখিত তারিখ অনুযায়ী বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ অক্টোবর গোলাপগঞ্জ, ২৩ অক্টোবর বিয়ানীবাজার, ২৪ অক্টোবর ফেঞ্চুগঞ্জ, ২৫ অক্টোবর ওসমানীনগর, ৩০ অক্টোবর কানাইঘাট, ৬ নভেম্বর জৈন্তাপুর, ৭ নভেম্বর গোয়াইনঘাট, ১৩ নভেম্বর জকিগঞ্জ, ১৪ নভেম্বর কোম্পানীগঞ্জ, ১৫ নভেম্বর বিশ্বনাথ, ২০ নভেম্বর দক্ষিণ সুরমা, ২১ নভেম্বর বালাগঞ্জ এবং ২৭ নভেম্বর সিলেট সদর উপজেলা।
সভায় আরও সিদ্ধান্ত হয়, সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ জেলা কমিটি বিদ্যমান রয়েছে সে সব সংগঠনের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে মেয়াদোত্তীর্ণ উপজেলা সংগঠনের কমিটি পুনর্গঠন এবং যে সব উপজেলায় কমিটি নেই সেগুলোতে কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার নির্দশনা দেওয়ার হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সংগঠনের সবস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলীয় প্রার্থী ও নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হবেন এবং দলীয় প্রার্থীর বিপক্ষে যারা কাজ করবেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও হয়।
সভায় সভায় বক্তব্য দেন, জেলা কমিটির সহসভাপতি আশফাক আহমদ, নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক, আহমদ আল কবির, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, শাহ মো. মোসাহিদ আলী, নাজনীন হোসেন ও সাংসদ হাবিবুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মিসবাহ উদ্দিন সিরাজ, লোকমান উদ্দিন চৌধুরী, মো. ইব্রাহীম, হাজী আব্দুল হাসিব মনিয়া, লুৎফর রহমান, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আব্দুল বাছিত টুটুল, নুরে আলম সিরাজী, কামাল আহমদ, মো. আব্দুল বারী, আবু হেনা মো. ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো. জাকির হোসেন, আফসর আহমদ, ফখরুল ইসলাম, মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু জাহাঙ্গীর আলম, আবুল লেইছ চৌধুরী, গোলাপ মিয়া, ডা. নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।
আরসি-১৬