গোলাপগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২১
০৬:৩১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২১
০৬:৩১ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক, প্রয়াত সেলিম আহমদ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আমিনের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আব্দুল জলিলের পরিচালনায় সভায় বক্তব্য দেন ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, রেজওয়ান হোসেন রাজু, মোহাম্মদ আলাউদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক লুৎফুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য শেখ কামরুজ্জামান, সেলিম আহমদ, বিধান পাল ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক বিকাশ দেব নাথ, সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস, প্রাক্তন শিক্ষক মিছবাহ উদ্দিন, মরহুম সেলিম আহমদের ভাই সিরাজুল ইসলাম, সাবেক ছাত্র গোলাম দস্তগীর খান ছামিন, আতিকুর রহমান, মরহুম সেলিম আহমদের ছেলে রাফছান আহমদ সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, শিক্ষক সেলিম আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। তিনি শিক্ষকতার নীতি ও আদর্শ মনেপ্রাণে লালন করতেন। আজীবন তিনি আলোকিত মানুষ তৈরির শিক্ষা বিতরণ করে গেছেন।
বক্তারা সিনিয়র শিক্ষক মরহুম সেলিম আহমদের রুহের মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে প্রয়াত শিক্ষকের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মোহাম্মদ মইনুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র আসাদ উদ্দিন।
এফএম/আরসি-০৩