কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২১
০৬:৩৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২১
০৬:৩৭ অপরাহ্ন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারক ও বাহক শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়সহ সকল স্তর হতে সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে সমূলে নির্মুল করতে প্রতিনিয়ত চেষ্টা করছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে উন্নয়ন কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেটে তিন দিনের সফরে এসে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা তিনি।
শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা হল রুমে অর্ধশতাধিক সনাতন ধর্মালম্বীদের সাথে তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী ইমরান আহমদ।
এসয় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, এএসপি আমিনুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের কামাল আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ শামিম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, মন্ত্রীর সফর সঙ্গী এপিএস রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সহ সভাপতি আবু বাক্কার, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সদস্য তোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার হোসেন, ফরিদ আহমদ, সাংবাদিক তারিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সহ সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিজেন সরকার, সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস, জীবনপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সৈলেন চন্দ্র নাথ, সাবেক মেম্বার সুজিত দাস, শংকর মন্ডল প্রমুখ।
এম কে/বি এন-০৫