১২ অক্টোবর থেকে টিকা পাবেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি


অক্টোবর ১০, ২০২১
০৭:১২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২১
০৭:১৫ অপরাহ্ন



১২ অক্টোবর থেকে টিকা পাবেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) যেসব শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে এখনো টিকা পাননি তাদেরকে মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের বুথে টিকা দেওয়া হবে।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির যেসব শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে এখনো টিকা পাননি তাদেরকে মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মেডিকেল সেন্টারে টিকা দেওয়া হবে।

এদিন সকাল ১০ টা থেকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মাস্টার্স ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে হতে ২০০ জন শিক্ষার্থীতে এ টিকা দেওয়া হবে। এতে শিক্ষার্থীদের টিকার রেজিষ্ট্রেশনের মূলকপি ও ফটোকপি এবং  বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সাথে আনতে বলা হয়েছে।

এইচ এন/বি এন-০৮