আনোয়ারকে মনোনয়ন দেওয়ার দাবিতে ওসমানীনগর বিএনপির সভা

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ১০, ২০২১
১১:৪৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২১
১১:৪৪ অপরাহ্ন



আনোয়ারকে মনোনয়ন দেওয়ার দাবিতে ওসমানীনগর বিএনপির সভা

সিলেট-২ আসনে অ্যাডভোকেট আনোয়ারকে সংসদ সদস্য পদে প্রার্থীতার জন্য দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার দয়ামীর ইউনিয়নের বৃহত্তর বড় ধিরারাই এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়।

ওর্য়াড বিএনপির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা মুক্তার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ও সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশি সাবেক পিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

সভায় বক্তরা বলেন, আওয়ামী লীগ সরকারের অমানবিক দমননীতি রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন, খালেদা জিয়া ও তারেক জিয়ার ওপর দায়েরকৃত ‘সাজানো’ মামলা প্রত্যাহার এবং সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকে সম্পৃক্ত করে গন আন্দোলনের ডাক দিতে হবে। সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে ফিরে পেতে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তুলতে ওসমানীনগর-বিশ্বনাথ বিএনপি বদ্ধ পরিকর। তাই ইলিয়াস আলীর অনুপস্থিতে সিলেট-২ আসনে অ্যাডভোকেট আনোয়ার হোসেনের বিকল্প নেই। তাকে দলীয় মনোনয়ন দিলে ওসমানীনগর ও বিশ্বনাথবাসী বিজয় উপহার দেবে।

সভায় বক্তব্য  দেন, ওসমানীনগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হাজী জমির আলী (জমু মেম্বার), উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছোরাব আলী, বিএনপি নেতা আবুল কালাম, আছমত আলী, বাদল মিয়া, মকবুল আলী, সফিক আলী,লিয়াকত আলী, আলকাছ আলী, বাবুল মিয়া, কবির মিয়া, আলমগীর মিয়া, আব্দুল আলী, নূর উদ্দিন, মিটু মিয়া, ছোরাব আলী, দ্বীন ইসলাম,যুবদল নেতা আহমদ শাহরিয়ার, আব্দুস শহিদ, মামুন মিয়া, শাকিল আহমদ, রাজেল আহমদ, আব্দুস সামাদ, হাসান আহমদ, দিলাল আহমদ ও আনহার মিয়া প্রমুখ।

ইউডি/আরসি-০৬