ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২১
১২:২৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১১, ২০২১
১২:২৫ পূর্বাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের উদ্যোগে এসব কাপড় বিতরণ করা হয়।
আজ রবিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় দাশপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের অসহায় দারিদ্র মানুষের মাঝে বস্তু বিতরণ করেন তিনি।
চেয়ারম্যান মানিক ও তাঁর পরিবারের নিজস্ব তহবিল থেকে নতুন শাড়ি-কাপড় উপহার দিয়ে দরিদ্র এবং অসহায় হিন্দু পরিবারের মুখে হাসি ফুটান। উপহারের শাড়ি-কাপড় পেয়ে হতদরিদ্র বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বী পরিবারের মানুষরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, বাজার সেক্রেটারি তাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, যুবলীগ নেতা জাবের আহমদ,কানু পাল,নেপুর গুণ, বিমল দত্ত,সুমন দত্ত,জামিল আহমদ,ব্যাবসায়ী নিপ্পন সুত্র ধর,রজত কান্তি দাস প্রমুখ।