সিলেট বিভাগে নৌকা প্রতীক পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১১, ২০২১
০৫:৫২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২১
০৫:৫২ পূর্বাহ্ন



সিলেট বিভাগে নৌকা প্রতীক পেলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নে এদিন ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে এসব ইউনিয়নে দলের চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। 

রবিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভা অনুষ্ঠিত হয়। সেখানে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

দ্বিতীয় ধাপের নির্বাচনে সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নে নির্বাচন হবে। এর মধ্যে সিলেট জেলার তিনটি উপজেলার ১৫টি ইউনিয়ন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একটি করে উপজেলার ৫টি ইউনিয়নে এবং সুনামগঞ্জ জেলার দুটি উপজেলার ১৯টি ইউনিয়নে নৌকার প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নামের তালিকা নিম্নে দেওয়া হলো-

সিলেট জেলা সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে মোহাম্মদ ওবায়দুল্লাহ ইছাহাক, হাটখোলা ইউনিয়নে মো. মুশাহিদ আলী, মোগলগাঁও ইউনিয়নে মো. হিরন মিয়া এবং কান্দিগাঁও ইউনিয়নে মো. নিজাম উদ্দিন। 

কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নে মো. মুল্লুক হোসেন, তেলিখাল ইউনিয়নে মো. নুর মিয়া, ইছাকলস ইউনিয়নে এখলাসুর রহমান, উত্তর রণিখাই ইউনিয়নে মো. ফয়জুর রহমান এবং দক্ষিণ রণিখাই ইউনিয়নে মো. ইকবাল হুসেন ইমাদ।

বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে মো. শিহাব উদ্দিন, বোয়ালজুড় ইউনিয়নে আনহার মিয়া, দেওয়ানবাজার ইউনিয়নে ছহুল আব্দুল মুনিম, পশ্চিম গৌরিপুর ইউনিয়নে মো. আমিরুল ইসলাম (মধু), বালাগঞ্জ ইউনিয়নে মো. জুনেদ মিয়া এবং প‚র্ব গৌরিপুর ইউনিয়নে হিমাংশু রঞ্জন দাস।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ ইউনিয়নে মো. মোবারুল হোসেন, বদলপুরে সুষেনজিৎ চৌধুরী, জলসুখায় মো. শাজাহান মিয়া, কাকাইলছেও ইউনিয়নে মো. মিসবাহ উদ্দিন ভ‚ঁইয়া এবং শিবপাশা ইউনিয়নে মো. তফছির মিয়া।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে মোহাম্মদ জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিমজুড়ীতে শ্রীকান্ত দাশ, পূর্বজুড়ীতে আব্দুল কাদির, গোয়ালবাড়ীতে শাহাব উদ্দিন আহমদ ও সাগরনালে মো. আব্দুল নূর।

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে মো. আব্দুল হেকিম, ছাতক ইউনিয়নে রঞ্জন কুমার দাস

কালারুকা ইউনিয়নে মো. অদুদ আলম, খুরমা উত্তর ইউনিয়নে বিল্লাল আহমদ, চরমহল্লায় মো. কদর মিয়া খুরমা দক্ষিণ ইউনিয়নে আব্দুল মছব্বির, জাউয়াবাজারে নুরুল ইসলাম, দোলারবাজার ইউনিয়নে মো. সায়েস্তা মিয়া, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে সুন্দর আলী ও ছৈলা আফজালাবাদে গয়াছ আহমদ।

দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে অসিত কুমার দাস, পান্ডার গাঁও ইউনিয়নে আব্দুল ওয়াহিদ, দোহালিয়া ইউনিয়নে আনোয়ার মিয়া আনু, ল²ীপুর ইউনিয়নে মো. আব্দুল কাদির, বোগলাবাজার ইউনিয়নে মোহাম্মদ মিলন খান, সুরমা ইউনিয়নে এম এ হালিম বীর প্রতীক, বাংলাবাজার ইউনিয়নে মো. মানিক মিয়া, নরসিংপুর ইউনিয়নে নুর উদ্দিন আহমদ ও দোয়ারাবাজার ইউনিয়নে মো. আব্দুল হামিদ।

এনএইচ/আরসি-০১