ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২১
০৬:০২ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১১, ২০২১
০৬:০২ অপরাহ্ন
ষষ্ঠী পূজোর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দূর্গাপূজা শুরু হয়েছে। দেশের অন্যান্য জায়গার মতো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মণ্ডপ গুলোতে ১১ অক্টোবর ষষ্ঠী পূজোর মধ্য দিয়ে শুরু হয়েছে দূর্গাপুজার আনুষ্ঠানিকতা।
এ বছর উপজেলার পারিবারিক ও সর্বজনীন মিলে মণ্ডপ ৩৮ টি। যা গত বছরের চেয়ে একটি বেশি।ফেঞ্চুগঞ্জ পূজা উদযাপন পরিষদ শাখা সূত্রে জানা যায় সব ক‘টি মণ্ডপে সর্বজনীনভাবে পূজা অনুষ্ঠিত হবে।
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, মণ্ডপে মণ্ডপে চলছে সাজ সজ্জার শেষ মুহুর্তের কাজ।পূজার যাবতীয় উপকরণ, পুষ্পাঞ্জলি প্রদান, চন্ডিপাঠ,মহাপ্রসাদ বিতরণ আলোচনা সভা, আরতি, ভজন,কীর্তন,আলোকসজ্জা, ও ডেকোরেশন সহ সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।
পূজা উপলক্ষ্যে উপজেলার সকল মণ্ডপে নগদ অর্থ ও ৫শ কেজি চাল বিতরণ করা হয়েছে বলে জানায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস(পিআইও)। উপজেলার ৩৮ টি পূজো মণ্ডপে ১৮.৫ মেট্রেক টন চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে।
এদিকে পূজার নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে পূজা উদযাপন পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
ফেঞ্চুগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিজন দেবনাথ এ প্রতিবেদককে বলেন, আমাদের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সবাই এখন পূজা নিয়ে ব্যস্ত।এছাড়া পূজা যাতে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয় সে লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অ:দায়িত্ব) বাধন সরকার বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩৮ টি সার্বজনীন পুজা মণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫ শ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়াত হোসেন বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা। এখানে সবাই বন্ধু সুলভ, সম্প্রীতির বন্ধন যুগযুগান্তরের। প্রতিবছরই এখানে শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন হয়। এবার ও শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হবে আমার বিশ্বাস। তার পর ও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। সকল ধরণের নিরাপত্তা দিতে আমরা কাজ করে যাচ্ছি।
এস সি/বি এন-০১