ওসমানীনগরে ৩৪টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে

ওসমানীনগর প্রতিনিধি


অক্টোবর ১২, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২১
১২:৩৬ পূর্বাহ্ন



ওসমানীনগরে ৩৪টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হয়েছে

আজ সোমবার থেকে সারা দেশে মহাধুমধামে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের ঢোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে সারা দেশের পূজামণ্ডপ। বছর ঘুরে দেবীর আগমনী বার্তায় উৎসবের আমেজ এখন সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে। 

মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হয় পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। ইতোমধ্যে প্রতিমা এনে স্থাপন করা হয়েছে মন্দিরে মন্দিরে। শাস্ত্রমতে মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন। দেবী দুর্গার আগমন ঘটলেও আজ সোমবার মহাধুমধামে ষষ্ঠী উৎসবের মধ্যদিয়ে ৫ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। ষষ্ঠী থেকে দশমী প্রতিদিনই নানান আয়োজনে চলবে পূজা। মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনায় ভীড় করবেন ভক্তরা। দশমীর দিন বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকা ঘুরে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে। 

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের শ্রী শ্রী কেন্দ্রীয় কালীমন্দির, ইলাশপুর সার্বজনীন শিব ও দুর্গাপূজামণ্ডপ, সিদ্ধেশ্বরী সেবা সংঘ মণ্ডপ (দাশপাড়া), কালাচাঁদ জিউর মন্দির (তেরহাতি), ব্রাহ্মণগ্রাম ধীর বাবুর বাড়ির পূজামণ্ডপ (ব্যক্তিগত), ইলাশপুর হেমেন্দ্র সেনের বাড়ির পূজামণ্ডপ (ব্যক্তিগত)। উছমানপুর ইউনিয়নের রঘুপুর সর্বজনীন পূজামণ্ডপ, মুমিনপুর সার্বজনীন পূজামণ্ডপ। দয়ামীরের শ্রী শ্রী চৈতন্য সংঘ (চিন্তামনি), ছাত্র যুব ঐক্য পরিষদ (খয়েরপুর), নিজ কুরুয়া পূর্বপাড়া সার্বজনীন পূজামণ্ডপ। তাজপুরের রবিদাশ-লালকৈলাশ সার্বজনীন পূজামণ্ডপ, কাদিপুর সনাতনী যুব সংঘ (বৈষ্ণব দেবালয়), হরিপুর শিব মন্দির (খাশিপাড়া), বিনাপানি প্রভাতী সংঘ (চর ইশবপুর), পালবাড়ি পূজামণ্ডপ (ব্যক্তিগত), কালাসারা নান্টু দেবের বাড়ির পূজামÐপ (ব্যক্তিগত)। পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সার্বজনীন পূজামণ্ডপ (খাড়–কোনা), কিয়ামপুর বিকাশ দেবের বাড়ি পূজামণ্ডপ (ব্যক্তিগত), বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা পূজামণ্ডপ (সিতেস চক্রবর্তীর বাড়ি), কামারগাঁও সর্বজনীন পূজামণ্ডপ, বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা পূজামণ্ডপ (সঞ্চিত পালের বাড়ি), উমরপুর ইউনিয়নের শ্রী শ্রী কালীমন্দির (মাটিহানি), উমরপুর সার্বজনীন পূজামণ্ডপ, শ্রীরাম চক্রবর্তীর বাড়ি পূজামণ্ডপ (ব্যক্তিগত)। সাদিপুর ইউনিয়নের গাভুরটিকি সার্বজনীন পূজামণ্ডপ, সাদিপুর মৎসজীবী সমবায় সমিতি পূজামণ্ডপ, মহমায়া যুব সংঘ (মোবারকপুর), লামা গাভুরটিকি সার্বজনীন পূজামণ্ডপ, গীতা সংঘ সার্বজনীন মহালয়া (লামা গাবুরটিকি)সহ ৩৪টি মণ্ডপে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

রবিবার দুপুরে সিদ্ধেশ্বরী সেবা সংঘের পূজামণ্ডপ গিয়ে দেখা যায়, মঞ্চ তৈরিতে ব্যস্ত রয়েছেন কারুশিল্পীরা। প্রতিমাকে শেষবারের জন্য সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন তারা। মন্দিরের চারপাশও সাজানো হচ্ছে বাহারি নকশায়। মন্দিরের প্রধান গেটসহ অন্যান্য জায়গাগুলোও বর্ণিল হয়ে সেজে উঠেছে। 

ওসমানীনগর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক চয়ন পাল বলেন, ইতোমধ্যে পূজার সবধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রথমদিকে ৩৫টি মণ্ডপে পূজা হওয়ার কথা থাকলে ব্যক্তিগত সমস্যায় একটি মণ্ডপে পূজা হচ্ছে না। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন। পাশাপাশি পূজা পরিষদের উদ্যোগে ১৫ সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পূজা মণ্ডপের আইন-শৃঙ্খলার পাশাপাশি সবাইকে করোনাকালিন সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবেন। 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, ইতোমধ্যে আমরা পূজা কমিটির সঙ্গে একাধিক মিটিং করেছি। সার্বিক বিষয়গুলো নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। শারদীয় দুর্গাপূজায় যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ সার্বিক আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মÐপগুলোতে পুলিশ-আনসার-ভিডিপির সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া ছাড়াও থাকবে পুলিশের নিয়মিত টহল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বলেন, শারদীয় দুর্গাপূজা সফলভাবে উদযাপনের জন্য প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়। পূজাকালিন সময়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পূজার সময় যেকোনো সমস্যায় কন্ট্রোল রুমের সঙ্গে (মোবাইল নম্বর ০১৭১৬-২৩০১০১) যোগাযোগ করতে পারবেন যে কেউ। পূজায় যাতে কোন অপ্রীতিকর কিছু না ঘটে সে জন্য প্রশাসন তৎপর থাকবে।

ইউডি/আরসি-১০